ছাতকে সুরমা নদী খনন কাজ প্রকল্পের উদ্বোধন

প্রথম পাতা » রাজনীতি » ছাতকে সুরমা নদী খনন কাজ প্রকল্পের উদ্বোধন
মঙ্গলবার ● ১১ মে ২০২১


নদী ভরাট ও নাব্যতা সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল, বিরূপ প্রভাব পড়ছে মানুষের জীবন যাত্রায়-এমপি মানিক

ছাতক(সুনামগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥

ছাতকে সুরমা নদী খনন কাজ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ মে) সকালে উপজেলা সদর ইউনিয়নের বাউসা এলাকায় নদী খনন কাজ প্রকল্পের উদ্বোধন করেন ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
এসময় তিনি বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। বক্তব্যে এমপি মানিক বলেছেন, নদীমাতৃক বাংলাদেশের সিংহভাগ মানুষের জীবনযাত্রা গড়ে উঠেছে নদীকে কেন্দ্র করে। তাই নদী ও তার পানির সুষ্টু ব্যবহার করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। নদী বাঁচলেই দেশ বাঁচবে।
তিনি আরো বলেন, দেশে নদী ভরাট ও নাব্যতা কমে যাওয়ায় প্রতিবছর ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল। তার বিরূপ প্রভাব পড়ছে মানুষের স্বাভাবিক জীবন যাত্রায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহমান নদী রক্ষায় বিশেষ প্রকল্প হাতে নিয়েছেন। সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ, দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজি আনোয়ার হোসেন আনু, কর্ণফুলি ট্রেড ইন্টারন্যাশনালের চেয়ারম্যান নুরুল আলম, এ জেড মেরীন শিপ ট্রেডার্স লিমিটেডের এমডি রিয়াজ উদ্দিন, হোটেল গ্রান্ড ভিউয়ের ডাইরেক্টর ফারুক আহমদ।
বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা মাস্টার আলাউদ্দিন, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাফিজ আলী, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রঞ্জন কুমার দাস, ইউপি সদস্য মহিবুর রহমান, আব্দুল মালিক, মখছুদুল হাসান আতর, কাজী ইব্রাহিম আলী, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদির, শিশির রঞ্জন দাস, যুবলীগ নেতা লায়েক মিয়া, সুহেল আহমদ, মাষ্টার কয়েছ মিয়া, সুহেল মিয়া প্রমুখ।


এএমএল/এমআর

বাংলাদেশ সময়: ২২:১৯:২০ ● ৮৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ