আমতলীতে ৪৬২১পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে ৪৬২১পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার
সোমবার ● ১০ মে ২০২১


আমতলীতে ৪৬২১পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পেল আমতলী পৌরসভার ৪ হাজার ৬’শ ২১ পরিবার। সোমবার (১০ মে) বিকেলে আমতলী পৌরসভা মিলনায়তনে এ ঈদ উপহার বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান।
জানাগেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের হতদরিদ্র মানুষের ঈদ উৎসবের কথা বিবেচনা করে ঈদ উপহার দেয়ার উদ্যোগ নিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমতলী উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভার ৩৫ হাজার ৫’শ ৮৬ হতদরিদ্র পরিবারকে এ উপহারের আওতায় আনা হয়।
সোমবার বিকেলে ওই পরিবারগুলোর মধ্যে আমতলী পৌরসভার ৪ হাজার ৬’শ ২১ পরিবারের প্রত্যেক পরিবারকে ঈদ উপহার হিসেবে ৪’শ ৫০ টাকা তুলে দিয়ে বিতরন কার্যক্রমের উদ্বোধন করে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেয়র মোঃ মতিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মঞ্জুরুল ইসলাম কাওসার, পৌর সচিব মোঃ আবুল কালাম আজাদ, হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ নাশির উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ নুহু-উল আলম নবীন, প্যানেল মেয়র মোঃ হাবিবুর রহমান, কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল,  মোঃ সামসুল হক চৌকিদার, নারী কাউন্সিলর মোসাঃ লিপি বিশ^াস, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মাহবুব ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন সবুজ প্রমুখ।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান মুঠোফোনে বলেন, উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভায় ৩৫ হাজার ৫’শ ৮৬ হতদরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার দিয়েছেন।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হতদরিদ্র মানুষের মনের কষ্টের কথা বিবেচনা করে ঈদ উপহারের উদ্যোগ নিয়েছেন। তিনি আমতলী পৌরসভার ৪ হাজার ৬’শ ২১ পরিবারকে ঈদ উপহার দিয়েছেন। ওই ঈদ উপহার হতদরিদ্র পরিবারগুলোর মাঝে বিতরন করা হয়েছে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৮:৪২ ● ৮৫৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ