নেছারাবাদে বোরো ধান-চাল সংগ্রহ শুরু

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে বোরো ধান-চাল সংগ্রহ শুরু
রবিবার ● ৯ মে ২০২১


নেছারাবাদে বোরো ধান-চাল সংগ্রহ শুরু

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদ খাদ্যগুদামে চলতি মৌসুমে সরকারিভাবে বোরো ধান-চাল সংগ্রহ করা শুরু হয়েছে। রবিবার (৯ মে) সকালে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আব্দুল হক এ কর্মসুচীর উদ্বোধন করেন।
এ সময় ইউএনও মো. মোশারেফ হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তৈয়বুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথ,  খাদ্যগুদাম কর্মকর্তা মো. মিজানুর রহমান, ওসি (তদন্ত) মো. সোলায়মান প্রমুখ উপস্থিত ছিলেন। সরকারিভাবে প্রতি কেজি ধান ২৭ টাকা এবং চাল ৪০ টাকা হিসেবে প্রতিমন যথাক্রমে ১০৮০ টাকা ও ১৬০০ ক্রয় করা হচ্ছে। উল্লেখ্য, এ বছর ৫৪৫ মে.টন ধান ও ৮৭ মে.টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৫১:২০ ● ১১১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ