পটুয়াখালীতে হতদরিদ্রদের মাঝে সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে হতদরিদ্রদের মাঝে সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ
বৃহস্পতিবার ● ৬ মে ২০২১


পটুয়াখালীতে হতদরিদ্রদের মাঝে সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে ৬ শ’ ৫০ জন হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (৬ মে) বেলা সাড়ে এগারোটায় শেখ হাসিনা সেনানিবাসের সদস্যরা লেবুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন শেখ হাসিনা সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল ইসলাম, দুমকি  উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ, লেফটেন্যান্ট কর্নেল মুনীর হোসেন, মেজর আওলাদ হোসেন ও লেফটেন্যান্ট লুবিয়া কামরুল রায়া।
ব্রীগেডিয়ার জেনারেল শরীফুল ইসলাম বলেন, বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী জীবনবাজী রেখে সাধারন মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। এছাড়াও বর্তমানে জেলায় ডাইরিয়ায় আক্রান্ত রোগির সাহায়্যে সহায়তা নিয়ে সেনাবাহিনী এগিয়ে আসছে। এ সময় প্রত্যেক পরিবারকে চাল, ডাল, আটা, সেমাই ও চিনি প্রদান করা হয়।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৮:১৫ ● ৫৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ