বামনায় ৬হাজার ৯৪১ পরিবারে মাঝে নগদ অর্থ বিতরণ

প্রথম পাতা » বরগুনা » বামনায় ৬হাজার ৯৪১ পরিবারে মাঝে নগদ অর্থ বিতরণ
বৃহস্পতিবার ● ৬ মে ২০২১


বামনায় ৬হাজার ৯৪১ পরিবারে মাঝে নগদ অর্থ বিতরণ

বামনা(বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

 

বরগুনার বামনা উপজেলার চার ইউনিয়নের ৬ হাজার ৯৪১ টি অতিদরিদ্র ও অসহায় দুঃস্থ পরিবারের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও চলমান কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ্যদের মানবিক সহায়তা হিসাবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) সকালে বামনা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবেক সরকার।
এসময় উপস্থিত ছিলেন, বামনা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. চৌধূরী কামরুজ্জামান সগির, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. সায়েম হোসেন, উপজেলা পিআইও কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, বামনা প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ জাকির হোসাইনসহ জনপ্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর সুত্রে জানাগেছে,  উপজেলার ৪টি ইউনিয়নে ৪ হাজার ৭২১টি পরিবারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে ৪শত ৫০ টাকা ও কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ্য ২হাজার ২২০টি পরিবারে মধ্যে মানবিক সহায়তা হিসাবে ৪শত ৫০ টাকা করে মোট ৩১ লক্ষ ২৩ হাজার ৪৫০ টাকা বিতরণ করা হয়।

এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৬:২১ ● ৩৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ