গলাচিপায় হতদরিদ্রের ঘর দখল চেষ্টার অভিযোগ

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় হতদরিদ্রের ঘর দখল চেষ্টার অভিযোগ
বুধবার ● ৫ মে ২০২১


গলাচিপায় হতদরিদ্রের ঘর দখল চেষ্টার অভিযোগ

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

গলাচিপার আমখোলা ইউনিয়নের ভাংরা গ্রামের আজাহার প্যাদা (৪০) গৃহহীন হিসাবে প্রধানমন্ত্রীর দেয়া একটি ঘর বরাদ্দ পান। ওই ঘরের প্রতি চোখ পড়ে প্রতিবেশি মোশারেফ হাওলাদারের। তিনি আজাহার প্যাদার ঘরটি দখল নিতে মঙ্গলবার স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে হামলা চালায়। আজাহার প্যাদা বাধা দিলে হামলাকারীরা তাছলিমা (৪৫), আজাহার (৫০), নাজমা (২৩) ও সীমাকে (১৮) বেধড়ক পিটিয়ে আহত করে। এ ঘটনায় গলাচিপায় থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্র জানা গেছে, আজাহার প্যাদা ও মোশারেফ হাওলাদারের মধ্যে জমিজমা নিয়ে ইতিপূর্বেও বিরোধ ছিল। এ ঘটনার জের ধরে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।
এ ব্যাপারে প্রতিপক্ষ মোশারেফ হাওলাদারের সাথে যোগাযোগ করা হলে তিনি হামলা ও ঘর দখলের পায়তারার বিষয়টি সম্পূর্ন অস্বীকার করেন।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, ঘটনাস্থলে দুই গ্রুপের বিরোধের বিষয়টি  দুইজন পুলিশ অফিসার পাঠিয়ে নিষ্পত্তি করা হয়েছে।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ১৮:১৯:২৬ ● ৩৯৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ