মহিপুরে রেনু পোনা উদ্ধার ও নদীতে অবমুক্ত

প্রথম পাতা » কুয়াকাটা » মহিপুরে রেনু পোনা উদ্ধার ও নদীতে অবমুক্ত
মঙ্গলবার ● ৪ মে ২০২১


মহিপুরে রেনু পোনা উদ্ধার ও নদীতে অবমুক্ত

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর মহিপুরে থানা পুলিশের অভিযানে  ৩০ হাজার রেনু পোনা উদ্ধার এবং তা অবমুক্ত করা হয়েছে ।

সোমবার রাত ১০ টার দিকে মহিপুর থানার (ওসি তদন্ত)  মিজানুর রহমান রিমুর নেতৃত্বে এসআই আসাদুজ্জামান জুয়েল ও এ এস আই সুলাইমান, এএসআই মাইনুদ্দিন অভিযান পরিচালনা করে মহিপুরের ডালবুগঞ্জ এলাকা  থেকে পরিত্যাক্ত অবস্থায়  ৩০হাজার  রেনু পোনা উদ্ধার করে। উদ্ধারকৃত রেনু পোনা  রাত ১১ টার দিকে মহিপুরের  খাপড়াভাঙ্গা নদীতে অবমুক্ত করা হয়।

এসময় মহিপুর থানার ওসি তদন্ত মিজানুর রহমান রিমু, গনমাধ্যম কর্মী মহিবুল্লাহ পাটোয়ারী, শহিদুল ইসলাম, মনির হাওলাদার,মহিপুর থানার এ এস আই ইব্রাহিম,  ডালবুগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য সাহাবুদ্দিন মুন্সী প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এর আগে শুক্রবার মহিপুর থানা পুলিশের অভিযানে লতাচাপলি থেকে ৬০ হাজার রেনু পোনা উদ্ধার করা হয় এবং একই ভাবে তা খাপড়াভাঙ্গা  নদীতে অবমুক্ত করা হয়।


এমই/এমআর

বাংলাদেশ সময়: ২২:৩৪:৫১ ● ৪৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ