নেছারাবাদে ভিজিএফ’র নগদ অর্থ বিতরণ শুরু

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে ভিজিএফ’র নগদ অর্থ বিতরণ শুরু
মঙ্গলবার ● ৪ মে ২০২১


নেছারাবাদে ভিজিএফ’র নগদ অর্থ বিতরণ শুরু

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদের উপজেলায় করোনা ভাইরাস ও ঈদ-উল ফিতর উপলক্ষে অসহায় ও অতি দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফের নগদ অর্থ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিতরণ শুরু হয়েছে।
মঙ্গলবার (৪মে) সকালে আটঘর কুরিয়ানা ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বরূপকাঠি প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তি যোদ্ধা মো. নজরুল ইসলাম। ইউনিয়নের অসহায় ও অতি দরিদ্র পরিবারের ৫৫৬জনের মাঝে ওই অর্থ বিতরণ করা হয়। আটঘর কুরিয়ানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু শেখর হালদার এর সভাপতিত্বে আরো উপস্তিত ছিলেন, ট্যাগ অফিসার রিপন হালদার উপসহকারি কৃষি অফিস, ইউপি সচিব মো. দিদার হোসেন, ইউপি সদস্য বৃন্দ, প্রমুখ।
নেছারাবাদ উপজেলা পিআইও কর্মকর্তা মানষ কুমার দাস জনান, নেছারাবাদ উপজেলার প্রতিটি ইউনিয়নে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে ৫৫৬টি পরিবারের মাঝে অর্থ বিতরন করা হবে।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৮:২৩:৩৪ ● ১৩৭১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ