নেছারাবাদে করোনা’র টিকা সংকটে দ্বিতীয় ডোজ বন্ধ

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে করোনা’র টিকা সংকটে দ্বিতীয় ডোজ বন্ধ
সোমবার ● ৩ মে ২০২১


নেছারাবাদে করোনা’র টিকা সংকটে দ্বিতীয় ডোজ বন্ধ

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে করোনা ভাইরাসের টিকা সংকটে বন্ধ রয়েছে টিকাদান কার্যক্রম। গত রবি ও সোমবার দুইদিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের ২য় ডোজ নিতে এসে টিকা দিতে না পেরে ফিরে গেছেন অনেকে।
স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসা স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমির সহকারি প্রধান শিক্ষক ওবায়দুল হক অনু সহ অনেকে জানান, বিভিন্ন সমস্যা থাকা সত্বেও করোনা ভাইরাসের ২য় ডোজ টিকা নিতে হাসপাতালে এসে শুনি টিকা নেই। টিকা না নিয়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছি। হাসপাতালে টিকা নিতে আসা অনেকেই টিকা দিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া জানান, হাসপাতালে দ্বিতীয় দফা ৪ হাজার ৬০ ডোজ সরবরাহকৃত টিকা ইতিমধ্যে দেয়া হয়েছে। করোনা ভাইরাসের টিকা সংকটের কারণে আপতত টিকাদান কার্যক্রম বন্ধ রয়েছে। টিকা পেলেই পুনরায় টিকাদান কার্যক্রম শুরু হবে।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২৩:১৯:১০ ● ১০৬০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ