কাউখালীতে শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড
রবিবার ● ১৭ ফেব্রুয়ারী ২০১৯


প্রতীকী ছবি

কাউখালী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥
পিরোজপুরের কাউখালী উপজেলায় স্কুল শিক্ষিকাকে উত্ত্যক্তের দায়ে হাফিজুর রহমান সরদার (১৯) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৬ফেব্রুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত হাফিজুর রহমান উপজেলার চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের সুলতান সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার কাউখালী-বেকুটিয়া সড়কের নিলতী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে প্রায় স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে হাফিজুর উত্ত্যক্ত করতেন।
শনিবার ওই শিক্ষিকাকে পুনরায় উত্ত্যক্ত করলে স্থানীয়রা ঘটনাস্থল থেকে হাফিজকে আটক করে। পরে, ইউএনও ইসরাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০:৪৮:১৪ ● ৭১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ