গলাচিপায় মে দিবস পালিত

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় মে দিবস পালিত
শনিবার ● ১ মে ২০২১


গলাচিপায় মে দিবস পালিত

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। শ্রমজীবী মেহনতি মানুষের চরম আত্মত্যাগে ন্যায্য অধিকার আদায়ের এক অবিস্মরণীয় দিন। দিনটি আন্তর্জাতিক শ্রমিক দিবস নামেও পরিচিত। ‘শ্রমিক-মালিক নির্বিশেষ, মুজিববর্ষে গড়বো দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় পালিত হয়েছে মহান মে দিবস।
শনিবার (১ মে) সকাল সাড়ে সাতটায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে আটটায় বঙ্গবন্ধুর ম্যুারালে পুষ্প অর্পণ এবং বিকাল চারটায় শ্রমজীবী মেহনতী ৩’শ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বরাবরই নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে অত্যন্ত জাঁকজমকের সঙ্গে দিনটি পালিত হলেও করোনাভাইরাসের সংক্রমণ রোধে গতবারের মতো এ বছরও সব ধরনের আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. ইব্রাহিম দফাদার, সাধারণ সম্পাদক মো. আল আমিন সহ পৌর শ্রমিক লীগ ও ইউনিয়ন শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২১:০০:১১ ● ৫৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ