দশমিনায় নিষেধাজ্ঞা শেষে মাছ ধরার প্রস্তুতি জেলেদের

প্রথম পাতা » পটুয়াখালী » দশমিনায় নিষেধাজ্ঞা শেষে মাছ ধরার প্রস্তুতি জেলেদের
শনিবার ● ১ মে ২০২১


দশনিায় নিষেধাজ্ঞা শেষে মাছ ধরার প্রস্তুতি জেলেদের

দশমিনা(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দশমিনা জেলে পল্লী ও নদীতে দীর্ঘ ২মাসের আহরণ, মাছধরা, মজুদ, ক্রয়-বিক্রয় ও বাজারজাত সম্পূর্ন নিষেধাজ্ঞা শেষে শুক্রবার (৩০এপ্রিল) মধ্যরাত থেকে আবারও অভয়াশ্রমগুলোতে শেষ মুহুর্তে জোর প্রস্তুতি চলছে মাছ শিকারের। মাছ ধরতে জাল নৌকা ঘাটে ঘাটে প্রস্তুত রেখেছে জেলেরা।
তেঁতুলিয়া-বুড়াগৌরাঙ্গ নদীর ১২০কিলোমিটার পর্যন্ত অভয়াশ্রম এ উপজেলার বলে ঘোষণা করে কর্তৃপক্ষ। এদিকে, নিষেধাজ্ঞার ময়াদ শেষ হওয়ার আগেই নদীতে নামায় নৌ-পুলিশ অভিযান পরিচালনা করে ৬২লক্ষ ৯২হাজার ৫০মিটার কারেন্ট জাল, ছোট-বড় ১শ’ ৭টি বেহেন্দী জাল আটক, গলধা চিংড়ির রেনু ১লক্ষ ৩৫হাজার ও ১ হাজার ৫৮কেজি জাটাক জব্দ করা হয়েছে। নির্বাহী ম্যাজিট্রেটের আল আমিন এর নির্দেশে জব্দকৃত মাছ উপজেলার বিভিন্ন এতিম খানাসহ অসহায় ও গরিবের মাঝে বিতরন, অবৈধ জাল পুড়ে ফেলা ও গলধা চিংড়ির রেনু পোনা নদীতে উন্মুক্ত করা হয়। ।
নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল্লাহ জানান, উপজেলার ১২০কিলোমিটার নদী শাসন করা কঠিন কারন পর্যাপ্ত জনবল সংকটসহ মাত্র ২টি স্প্রিট বোর্ড রয়েছে। আমরা দীর্ঘ দুই মাস দিন-রাত অভিযান পরিচালনা করেছি।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৭:০০ ● ৩৯১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ