নাজিরপুরে তরমুজ এখন সাধারণের ক্রয়ক্ষমতার বাইরে!

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে তরমুজ এখন সাধারণের ক্রয়ক্ষমতার বাইরে!
বৃহস্পতিবার ● ২৯ এপ্রিল ২০২১


নাজিরপুরে তরমুজ এখন সাধারণের ক্রয়ক্ষমতার বাইরে!

নাজিরপুর(পিরোজপুর)সাগরকন্য প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুর উপজেলাসহ পাশ্ববর্তী এলাকায় প্রথম দিকে তরমুজের দাম কিছুটা কম থাকলেও রমজান শুরু হওয়ার সাথে সাথে তরমুজের লাগামহীন মূল্যে থাকায় গরিব ও মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে গরমের স্বন্তিদায়ক রসালো ফল তরমুজের। ফলে তরমুজ এখন আর গরিবের ফল নয়। কয়েকদিনের ব্যবধানে তরমুজের দাম আকাশচুম্বি হওয়ায় গরিব ও মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।
তরমুজ সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, পূর্বে একেকটা তরমুজ পিস হিসেবে বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে কেজি দরে। নাজিরপুর উপজেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন হাট-বাজার ও ফলের দোকানগুলোতে ৫০ টাকা থেকে শুরু করে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে তরমুজ। এতে করে ছোট সাইজের একেকটা তরমুজের মূল্যে গিয়ে দাড়াচ্ছে দেড় থেকে দুইশ’ টাকায়।  প্রথম দিকে দাম কিছুটা কম থাকলেও রমজান শুরু হওয়ার থেকে তরমুজের লাগামহীন মূল্যে থাকায় গরিব ও মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে গরমের স্বন্তিদায়ক রসালো ফল তরমুজ। ফলে তরমুজ এখন আর গরিবের ফল নয়। এনিয়ে একাধিক ব্যবসায়ীদের সাথে আলাপকালে তারা জানিয়েছেন, মোকামে তরমুজের দাম বেশি হওয়ার কারনে প্রভাব পরছে খুচরা বাজারে। মোকাম থেকে কেজি দরে তরমুজ ক্রয় করা হচ্ছে কিনা জানতে চাইলে, কোন ব্যবসায়ী সদুত্তর দিতে পারেননি। অপরদিকে তরমুজের দাম আকাশচুম্বি হওয়ায় সোচ্চার হয়ে উঠছেন ক্রেতারা। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তরমুজের দাম নিয়ে ব্যবসায়ীদের নানান আলোচনা-সমালোচনা করছেন তরমুজ ক্রেতারা। এমনকি ব্যবসায়ীদের শিক্ষা দিতে তরমুজ না খাওয়ার পরামর্শ দিচ্ছেন কেউ কেউ। তবে তরমুজের দাম বৃদ্ধির বিষয়টি আমলে নিয়ে ইতিমধ্যে কোন কোন জায়গায় প্রশাসনও নেমেছেন মাঠে। জরিমানাও করতে দেখাগেছে তাদের।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৬:২৪:২১ ● ৩০১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ