কাউখালীতে ৩ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে ৩ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
মঙ্গলবার ● ২৭ এপ্রিল ২০২১


কাউখালীতে ৩ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান চালিয়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে পাচঁ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া দক্ষিন বাজারে খুচরা পর্যায়ে তরমুজের ক্রয় ভাউচার আছে কিনা, ক্রয় ভাউচারের সঙ্গে বিক্রির মিল আছে কিনা তা পর্যবেক্ষণ করা হয়।
মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো.শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলের কাউখালীর স্যানেটারী ইন্সপেক্টর ইলিয়াস হোসেন বিপ্লব সহ কাউখালী খানার পুলিশের একটি টিম।
জানা গেছে,কাউখালী উত্তর বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় অসিম স্টোর কে দুই হাজার টাকা, জননী পোলট্রি ফার্মকে দুই হাজার টাকা, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় ছিদ্দিক কনফেকশনারী এক হাজার টাকা জরিমানা করা হয়।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৫:২৪ ● ৭৬৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ