পটুয়াখালীতে বাস শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে বাস শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
সোমবার ● ২৬ এপ্রিল ২০২১


পটুয়াখালীতে বাস শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীতে করোনা ভাইরাসের প্রার্দুভাবে কর্মহীন পাচঁ শতাধিক বাস শ্রমিকদের হাতে প্রধানমন্ত্রী’র মানবিক সহায়তা তুলে দেয়া হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় মরহুম আবুল কাশেম স্টেডিয়াম মাঠে পাঁচ শতাধিক বাস শ্রমিকের হাতে এ খাদ্য সহায়তা তুলে দেন জেলা প্রশ্সাক মো. মতিউল ইসলাম চৌধুরী। জেলা প্রশাসক এর সভাপতিত্বে এসময় প্রধান অতিধি হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউএনও লতিফা জান্নাতী, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মান্নান, যুগ্ম-সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক জালাল আহমেদ, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দসহ বাস-মিনিবাস মালিকবৃন্দ।
করোনা সংক্রামন মোকাবেলায় সবাইকে নিয়মিত মাস্ক ব্যবহারসহ সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী জানান, এ মানবিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে।
বিতরণকৃত মানবিক সহায়তায় জনপ্রতি ১০ কেজি চাল,  ২কেজি আলু, ১লিটার তৈল, ১ কেজি ডাল,  ১কেজি চিনি, আধা কেজি ছোলা, আধা কেজি মুড়ি ও ১টি লক্স সাবান প্রদান করা হয়েছে।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:২৪:৩১ ● ১৫১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ