ফুলবাড়ীতে কোভিড-১৯ ক্ষতিগ্রস্থদের খাদ্য সামগ্রী বিতরণ

প্রথম পাতা » রংপুর » ফুলবাড়ীতে কোভিড-১৯ ক্ষতিগ্রস্থদের খাদ্য সামগ্রী বিতরণ
রবিবার ● ২৫ এপ্রিল ২০২১


ফুলবাড়ীতে কোভিড-১৯ ক্ষতিগ্রস্থদের খাদ্য সামগ্রী বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

দিনাজপুর ফুলবাড়ীতে সোনার বাংলা ফাউন্ডেশন ও টি-এম হেল্থ কেয়ারের যৌথ উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র রজমানে কোভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্থ ফুলবাড়ীর সকল কিন্ডার গার্টেন স্কুলের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং ফুলবাড়ী মাইক্রো কার ড্রাইভার ৪০০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার(২৫ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার ভিমলপুরে অবস্থিত গ্রীনল্যান্ড কিন্ডারগার্ডেন স্কুলে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন টি-এম হেল্থ কেয়ার এন্ড ইমদাদ সিতারা খান কিডনি সেন্টারের এর ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ¦ ইঞ্জিনিয়ার মোঃ মোশারফ হোসেন বাবু। এসময় টি-এম হেল্থ কেয়ারের পরিচালক প্রভাষক মোঃ সাদেকুল ইসলাম, টি-এম হেল্থ কেয়ার এর প্রশাসনিক পরিচালক প্রভাষক মোঃ মোকাররম হোসেন বিদ্যুৎ, মোঃ কামরুজ্জামান, ম্যানেজার সোহাগ আলীসহ গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতি একজনের মাঝে পাঁচ কেজি চাল, এক কেজি ছোলা বুট, এক কেজি মশুরের ডাল, দুই কেজি আলু, এক কেজি পিয়াজ, লবন হাফ কেজি, সোয়াবিন তেল হাফ লিটার করে বিতরণ করা হয়।


এএইচসি/এমআর

বাংলাদেশ সময়: ১৭:২৮:৩৫ ● ৯৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ