এ্যান্ড্রয়েড ফোন না দেয়ায়-গলাচিপায় ১০ম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

প্রথম পাতা » পটুয়াখালী » এ্যান্ড্রয়েড ফোন না দেয়ায়-গলাচিপায় ১০ম শ্রেণির ছাত্রের আত্মহত্যা
শুক্রবার ● ২৩ এপ্রিল ২০২১


গলাচিপায় ১০ম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় মোবাইল ফোন না পেয়ে মশিউর রহমান রনি (১৬) নামের এক ছাত্র আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৩ এপ্রিল) সকালে পৌর এলাকার ৯নং ওয়ার্ডের কলেজ পাড়ায় । পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, পৌর এলাকার বাসিন্দা মো.জাকির হোসেন খানের পুত্র মশিউর রহমান রনি গলাচিপা সরকারি  টেক্সটাইল ইনিস্টিটিউটের দশম শ্রেণির ছাত্র। মশিউরের বাবা জাকির খান রাঙ্গামাটি একটি দোকানের কর্মচারী। মশিউর টিকটক ভিডিওর সাথে জড়িত। বেশ কিছু দিন যাবত দাদা মোতালেব খানের কাছে একটি এ্যান্ড্রয়েড  মুঠো ফোন আবদার করে আসছিল। দাদা মোতালেব খান আর্থিক অসামর্থের কারনে তার আবদার পুরন করতে না পারলে রাগে- ক্ষোভে সে আত্মহত্যা করে। গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আনোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৪:১২ ● ৩৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ