আমতলীতে মাকে মারধর করার অভিযোগ!

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে মাকে মারধর করার অভিযোগ!
শুক্রবার ● ২৩ এপ্রিল ২০২১


আমতলীতে মাকে মারধর করার অভিযোগ!

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

 

ভাড়াটে সন্ত্রাসী এনে মায়ের ঘর ছেলে জাহাঙ্গির হাওলাদার দখল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। দখলে বাঁধা দিলে মাকে ছেলের ভাড়াটে সন্ত্রাসীরা মারধর করেছে বলে অভিযোগ করেন মা আলেয়া বেগম। ছেলের ঘর দখল ও মারধরের অভিযোগ এনে মা থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনা ঘটেছে আমতলী পৌরসভার কাঠপট্টি এলাকায় শুক্রবার সকালে।
জানাগেছে, ২০১৬ সালে কাঠ ব্যবসায়ী মোক্তার আলী হাওলাদার তার স্ত্রী মোসাঃ আলেয়া বেগমের নামে একটি দোকান ঘর লিখে দিয়ে মারা যান। তার মৃত্যুর পরে ওই দোকান ঘর ভাড়া দিয়ে তিনি জীবিকা নির্বাহ করে আসছেন। গত বছর ওই দোকান ঘর তিনি তার ছোট ছেলে খোকন হাওলাদারের কাছে ১ হাজার ৫’শ টাকায় মাসিক চুক্তিতে ভাড়া দেয়। এ নিয়ে বড় ছেলে জাহাঙ্গির হাওলাদারের সাথে তার কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয় বড় ছেলে জাহাঙ্গির হাওলাদার। ওই ঘর নিয়ে মা ও দুই ভাইয়ের মধ্যে একাধিক মামলা রয়েছে। বড় ভাই জাহাঙ্গিও হাওলাদারের গত বছরের করা মামলায় ছোট ভাই খোকন হাওলাদার গত মার্চ মাসে জেল হাজতে যান। ১৫ দিন হাজতবাস শেষে গত ১৬ মার্চ তিনি বের হন। ছোট ভাই জেল হাজতে থাকার সুবাদে বড় ভাই জাহাঙ্গির হাওলাদার ছোট ভাইয়ের দোকানের মালামাল লুট করে নেয় এমন অভিযোগ ছোট ভাই খোকন হাওলাদারের। শুক্রবার সকালে বড় ছেলে জাহাঙ্গির হাওলাদার ৮-১০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে মা আলেয়া বেগমের ঘর দখল করে নেন। খবর পেয়ে মা আলেয়া বেগম ঘটনাস্থলে এসে বাঁধা দেয়। এতে ছেলে জাহাঙ্গিরের সামনে ভাড়াটে সন্ত্রাসী রশিদ খাঁন ও সিদ্দিক খাঁন বৃদ্ধা আলেয়া বেগমকে চর থাপ্পর মারে। এমন অভিযোগ মা আলেয়া বেগমের। এ ঘটনায় ওই দিন সকালে মা আয়ো বেগম বড় ছেলে জাহাঙ্গিরের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মা আলেয়া বেগম কান্নাজনিত কন্ঠে বলেন, মোর পোলায় মোরে সোন্তাসী আইন্না মারছে। পোলায় খাড়াইয়্যা খাড়াই্যয়া দ্যাখছে। হে কিচুই কয় নায়।  তিনি আরো বলেন, মোর বড় পোলায় মোর ঘর দখল করইয়্যা নেছে। ওই ঘর মুই ছোড পোলাডে ভাড়া দিছি। ওই ঘরে মোর ছোড পোলার গাছ আলহে হ্যও লই্যয়া গ্যাছে। মুই এইয়্যার বিচার চাই।
জাহাঙ্গির হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার বলেন, দাদিকে কারা যেন মারধর করেছে বলে শুনেছি।
খোকন হাওলাদার বলেন, মায়ের কাছ থেকে আমি ঘর ভাড়া নিয়েছি। ওই ঘরে আমি কাঠ রেখে ব্যবসা করে আসছি। ৮-১০ জন সন্ত্রাসী এনে ওই ঘর আমার ভাই দখল করে আমার সমুদয় মালামাল লুট করে নিয়েছে। তিনি আরো বলেন, দখলে বাধা দিতে আমার মা আসলে তাকে সন্ত্রাসীরা মারধর করেছে। ওই সময় আমার ভাই কাছে দাড়িয়ে ছিল। সে কিছুই বলেনি। আমি এ ঘটনার বিচার চাই।
এ বিষয়ে জাহাঙ্গির হাওলাদার মুঠোফোনে মাকে মারধরের কথা অস্বীকার করে বলেন, মা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। তিনি আরো বলেন, মা বুড়ো মানুষ মাথা ঠিক নেই। প্রায়ই আবোল তাবোল বলে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৫:০৪ ● ৩৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ