নেছারাবাদে সেই বেড়জালটি জব্দ করল প্রশাসন

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে সেই বেড়জালটি জব্দ করল প্রশাসন
বুধবার ● ২১ এপ্রিল ২০২১


নেছারাবাদে সেই বেড়জালটি জব্দ করল প্রশাসন

নেছারাবাদে (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

 

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সাগরকন্যায় সংবাদ প্রকাশের পরপরই নেছোরাবাদে জাটকা নিধনের সেই বেড়জাল (বেন্ডি জাল)টি আটক করে পুড়িয়ে দিয়েছে উপজেলা মৎস্য বিভাগ। মঙ্গলবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মো. বশির গাজীর উপস্থিতিতে ফেরিঘাট চত্তরে ওই বিশাল জালটি পোড়ানো হয়। গত ১৯ এপ্রিল সাগরকন্যাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় “নেছারাবাদে জাটকা ও ছোট মাছ নিধনের মাহোৎসব” শীর্ষক খবর প্রকাশিত হলে নড়ে চড়ে বসে মৎস্য বিভাগ। তড়িৎ গতিতে অভিযান চালিয়ে একটি নৌকা ও বেড় জালটি আটক করে তারা। পরে জালটি পুড়িয়ে ফেলা হয়।
এলাকাবাসীর প্রশ্ন সংবাদ প্রচারের পর জাল আটক হল। তাহলে মৎস্য বিভাগ, নৌ পুলিশ এতদিন কি কিরছিলেন। লকডাউনে সরকার অফিস আদালত বন্ধ করেছেন। কিন্তু কর্মকর্তা কর্মচারীদের অফিস এলাকায় অবস্থান করার নির্দেশ রয়েছে। কিন্তু উপজেলা মৎস্য অফিসার মো. ওবায়দুল হক বরিশালে অবস্থান করেন।
মৎস্য অফিসার মো. ওবায়দলু হক ষ্টেশনে না থাকার কথা স্বীকার করে বলেন, আমি নতুন এসেছি। বরিশালে বাসা। সেকারনে বরিশাল থেকে এসে অফিস করি। করোনার পরে এখানে বাসা নিয়ে থাকব।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫২:০৯ ● ৫২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ