বরিশালে যৌতুকের দাবিতে নির্যাতন সইতে না পেরে গৃহবধুর আত্মহত্যা

প্রথম পাতা » বরিশাল বিভাগ » বরিশালে যৌতুকের দাবিতে নির্যাতন সইতে না পেরে গৃহবধুর আত্মহত্যা
শনিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০১৯


প্রতীকী চিত্র
বরিশাল সাগরকন্যা অফিস ॥
বরিশালে যৌতুকের দাবিতে পাষন্ড স্বামীর অমানুষিক নির্যাতন সইতে না পেতে তানিয়া বেগম (২৩) নামের এক গৃহবধুর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটেছে জেলার আগৈলঝাড়া উপজেলার মোহনকাঠী গ্রামে।

থানার ওসি মো. আফজাল হোসেন জানান, উপজেলার দত্তেরাবাদ গ্রামের দিনমজুর আবদুল খালেক খানের কন্যা তানিয়া বেগমের (২৩) সাথে একই উপজেলার বড় বাশাইল গ্রামের শাহিন মোল্লা ওরফে বাবুর একবছর আগে বিয়ে হয়। বিয়ের সময় বর পক্ষের দাবিকৃত ৮০ হাজার টাকা যৌতুক দেয় তানিয়ার বাবা। অতিসম্প্রতি তানিয়ার শ্বশুর বাড়ির লোকজনে ফের ২০ হাজার টাকা যৌতুক দাবি করে। এতে অপারগতা প্রকাশ করায় বৃহস্পতিবার দুপুরে তানিয়াকে শারিরিকভাবে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। নিরূপায় হয়ে তানিয়া তার মামা বাড়ি মোহনকাঠী গ্রামের সিরাজ হাওলাদারের বাড়িতে গিয়ে ওঠেন। শুক্রবার দুপুরে বাড়ির সবাই নামাজ পরতে যাওয়ার পর মানসিকভাবে বিধ্বস্ত তানিয়া তার মামার ঘরের আড়ার সাথে নিজের ব্যবহৃত ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

এফএন/কেএস

বাংলাদেশ সময়: ১৫:৫৮:৫২ ● ৪০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ