কাউখালীতে ৩লাখ চিংড়ি রেনু জব্দ

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে ৩লাখ চিংড়ি রেনু জব্দ
মঙ্গলবার ● ২০ এপ্রিল ২০২১


কাউখালীতে ৩লাখ চিংড়ি রেনু জব্দ!

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে সন্ধ্যা নদী থেকে ৩ লাখ গলদা চিংড়ির রেনু পোনাসহ আটক সাতজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মোছা. খালেদা খাতুন রেখার ভ্রাম্যমাণ আদালতে তাদের এ জরিমানা করা হয়।
কোষ্টগার্ড পশ্চিম জোন সূত্রে জানাযায়, স্পীডবোট যোগে মেহেন্দীগঞ্জের পাতারহাট থেকে বাগেরহাটে গলদা চিংড়ির রেনু পোনা নিয়ে যাচ্ছিল পাচারকারীরা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২০ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে ৩ লাখ গলদা চিংড়ির রেনু পোনাসহ সাত জনকে আটক করে বাংলাদেশ কোস্টগার্ড এর পশ্চিম জোনের টহল দল । পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেন। জব্দ রেনু পোনা সন্ধ্যা নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার উপস্থিতিতে অবমুক্ত করা হয়েছে বলেও জানান উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভুষন পাল।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৩৪:৩০ ● ৫৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ