নাজিরপুরে কোচিং’র দায়ে ২শিক্ষককে জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে কোচিং’র দায়ে ২শিক্ষককে জরিমানা
মঙ্গলবার ● ১৩ এপ্রিল ২০২১


নাজিরপুরে কোচিং’র দায়ে ২শিক্ষককে জরিমানা

নাজিরপুর(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুরে প্রাইভেট ও কোচিং বাণিজ্যের অভিযোগে ২শিক্ষককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাখাওয়াত জামিল সৈকতের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত উপজেলা সদরের বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে ৪ হাজার টাকা আর্থিক দন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত ওই শিক্ষকরা হলেন ওই বিদ্যালয়ের ইংরেজী বিষয়ের সহকারী শিক্ষক দেবব্রত রায় ও একই বিদ্যালয়ের খন্ডকালীন (অতিথি) শিক্ষক নিত্যানন্দ মন্ডল। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. সাখাওয়ার জামিল সৈকত জানান, গত এক বছরের বেশী সময়ে করোনা থাকায় দেশের সকল স্কুল-কলেজ বন্ধ থাকায় কোচিং বানিজ্য সহ প্রাইভেট শিক্ষা ব্যবস্থাও বন্ধ রয়েছে। কিন্তু নাজিরপুরের কিছু শিক্ষক সরকারী এ নির্দেশ অমান্য করে কোচিং বানিজ্য ও প্রাইভেট শিক্ষা ব্যবস্থা অব্যাহত রাখছেন। তাই জেলা প্রশাসকের নির্দেশে ওই দুই শিক্ষককে আর্থিক জরিমানা প্রদান করা হয়।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৭:২৪:৩৬ ● ১১৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ