আমতলীতে কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন বিতরণ

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন বিতরণ
সোমবার ● ১২ এপ্রিল ২০২১


আমতলীতে কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন বিতরণ

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার আমতলী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের মাঝে কম্বাইন হার্ভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার (১২ এপ্রিল) উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ছরোয়ার ফোরকান কৃষকের হাতে চাবি তুলে দিয়ে এ মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
জানাগেছে, কৃষি বিল্পব ও উন্নয়ন মানুষের দ্বোর গোড়ায় পৌছে দিতে কৃষকদের মাঝে কম্বাইন হার্ভেস্টার মেশিন দেয়ার উদ্যোগ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হার্ভেস্টার মেশিন ক্রয়ে সরকার উদ্যোগী কৃষকদের ৭০% ভতুকি দিয়েছেন। অবশিষ্ট ৩০% টাকা দিয়ে কৃষক এ মেশিন ক্রয় করেছে। হার্ভেস্টার মেশিনে ধান কাটা, মাড়াই ও প্যাকেজিং করা যায়। আমতলী উপজেলার কৃষকদের আধুনিক প্রযুক্তিতে কৃষি কাজকে গতিশীল করতে বোরো মৌসুমে ৮জন কৃষককে কম্বাইন হার্ভেস্টার মেশিন বিতরনের উদ্যোগ নেন।
সোমবার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ছরোয়ার ফোরকান  কৃষক আতিকুর রহমান বাচ্চু ও মজিবুর রহমানের হাতে এ মেশিনের চাবি তুলে দিয়ে বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন। মেশিন বিতরন কার্যক্রমে উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তর বরগুনার উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ খাঁন,  উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাদল খাঁন ও হারুন অর রশিদ হাওলাদার প্রমুখ।
হার্ভেস্টার মেশিন প্রাপ্ত কৃষক আতিকুর রহমান বাচ্চু বলেন, কৃষি বান্দব সরকারের উদ্যোগে কৃষিতে যান্ত্রিকীকরন, প্রাপ্তি সহজীকরন ও ভর্তুকি প্রদানের ফলে কৃষি উন্নয়ন তরান্ত্রিত হবে। আধুনিক প্রযুক্তির ছোয়ার একই মেশিনে সহজে তিনটি কাজ সম্পন্ন হওয়ায় কৃষি কাজকে আরো গতিশীল করবে। এমন মেশিন পেয়ে আমরা খুবই আনন্দিত।
আমতলী উপজেলা কৃষি অফিসার মোঃ সিএম রেজাউল করিম বলেন, কৃষি বিল্পব ও উন্নয়ন মানুষের দ্বোর গোড়ায় পৌছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় ৭০% ভর্তুকি দিয়ে কৃষকদের মাঝে কম্বাইন হার্ভেস্টার মেশিন বিতরনের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, উপজেলায় ৮ জন কৃষককের মাঝে হার্ভেস্টার মেশিন বিতরণ করা হয়।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৩৫:০০ ● ৭০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ