কাউখালীতে ৯৫০কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে ৯৫০কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
সোমবার ● ১২ এপ্রিল ২০২১


কাউখালীতে ৯৫০কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

কাউখালী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালী উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রনোদনা কর্মসূচীর আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে।
সোমবার (১২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বিতরণ কার্যক্রমের সূচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা খালেদা খাতুন রেখার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন  উপজেলার ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন,  উপজেলা  কৃষি সম্প্রসারণ অফিসার রিপন চন্দ্র ভদ্র প্রমুখ।
চলতি মৌসুমে উপজেলার মোট ৯৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাধ্যে প্রনোদনা কর্মসূচীর আওতায় প্রত্যেককে  বিনামুল্যে ৫ কেজি আউশ ধানের বীজ ও  ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমও পি রাসায়নিক সার  দেয়া হবে। বর্তমান পরিস্থিতিতে সামাজিক নিরাপদ দূরত্বের কথা মাথায় রেখে পর্যায়ক্রমে বিতরন কার্যক্রম চলবে।


আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৫০:৩৯ ● ৫৯৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ