কাউখালীতে দু’ট্রলারকে ৪০ হাজার টাকা জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে দু’ট্রলারকে ৪০ হাজার টাকা জরিমানা
রবিবার ● ১১ এপ্রিল ২০২১


কাউখালীতে দু’ট্রলারকে ৪০ হাজার টাকা জরিমানা

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে ‘এমভি হাজী ফরকান-২এবং এমভি আরাফাত’ নামের দুটি পণ্যবাহী ট্রলারকে গাবখান নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় আটক করে কোস্ট গার্ড। পরে ট্রলার দুটির মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স, পর্যাপ্ত সরঞ্জামাদি না থাকা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা না রাখার দায়ে ২০হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১১ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা এ জরিমানার আদেশ দেন।
জানা গেছে, রবিবার দুপুরে ভ্রাম্যমান আদলতের নেতৃত্বে গাবখান নদীতে কোস্ট গার্ড সদস্যরা টহল দিচ্ছিলেন। এ সময় মংলা থেকে চট্রগ্রাম গামী পন্যবাহী ট্রলার ওই দুটিতে তল্লাশি করে কোস্ট গার্ড। এ সময় ট্রলার দুইটিতে মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স ও অগ্নিনির্বাপন ব্যবস্থা না থাকা এবং পর্যাপ্ত সরঞ্জামাদি না থাকায় ট্রলার দুটি কে আটক করে। পরে ভ্রাম্যমান আদলত বাংলাদেশ অভ্যন্তরিন নৌ-নিরাপত্তা আইনের ১৯৭৬ সালের বিভিন্ন ধারায় দুটি ট্রলারকে ৪০ হাজার টাকা  জরিমানা করেন।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১১:১৪ ● ৪৭৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ