পিরোজপুরে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুরে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
শনিবার ● ১০ এপ্রিল ২০২১


পিরোজপুরে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥


পিরোজপুরে ১২ কেজি গাঁজাসহ মোঃ জাকির হোসেন(৪৮)নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-৮ এর একটি টহল দল।
বুধবার(৭ এপ্রিল)  সন্ধ্যায় জেলার ইন্দুরকানী থানাধীন টগরা ফেরিঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
র‌্যাব-৮, বরিশাল’র ডিএডি মোঃ এনামুল হক জানান, বুধবার সন্ধ্যায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল জেলার ইন্দুরকানি থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ফেরিঘাট এলাকায় ঘেরাও দিলে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা মোঃ জাকির হোসেনকে আটক করে। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ১২ (বার) কেজি গাঁজা উদ্ধার করে। আটককৃত জাকির হোসেন কুমিল্লা জেলার বুড়িচং থানার পূর্ণমতি পশ্চিম পাড়ার মোঃ আব্দুর রাজ্জাক এর ছেলে। র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ এনামুল হক বাদী হয়ে ইন্দুরকানি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। ডিএডি মোঃ এনামুল হক বলেন, বর্তমানে অসাধু মাদক ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে দেশী/বিদেশী মাদক সংগ্রহ করে পিরোজপুর জেলার ইন্দুরকানি থানাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতঃ ব্যবসা পরিচালনা করছে। র‌্যাব সদস্যরা জিরো টলারেন্স নিতিতে এ সব মাদক কারবারীদের ধরতে তৎপর আছে।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৬:০৯:২৬ ● ১৪৬০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ