নেছারাবাদে বোনের ঘর মেরামতে ভাই ও ভগ্নীপতির বাধা

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে বোনের ঘর মেরামতে ভাই ও ভগ্নীপতির বাধা
বৃহস্পতিবার ● ৮ এপ্রিল ২০২১


নেছারাবাদে বোনের ঘর মেরামতে ভাই ও ভগ্নীপতির বাধা

নেছারাবাদ(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠি ইউপির মিয়ারহাট বাজারে ভোগ দখলিয় সম্পত্তিতে ঘর মেরামতে বাধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। মিয়ারহাট বাজার কমিটিতে দায়ের করা অভিযোগের মাধ্যমে জানা যায় ছোটো ভাই শাওন বড় বোন পারভিনের ভোগ দখলিয় দোকান ঘরের মেরামতের কাজে বাধা প্রদান করে হুমকি দিচ্ছেন। যে কারনে মেরামতের কাজ বন্ধ হয়ে রয়েছে বেশ কিছুদিন ধরে। আর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দোকানঘর ভাড়া নেয়া ব্যবসায়ী বলে জানান সম্পত্তির বর্তমান কেয়ারটেকার আছাবুর রহমান শুভ্র।
শুভ্র আরো জানান ক্রয় সূত্রে এই সম্পত্তি প্রায় ৪০ বছর ধরে ভোগ দখল করে আসছি। পরবর্তিতে ২০১৯ সনে  আমার বড় বোন পারভিনের নিকট সম্পত্তি হস্তান্তর করি দলিল মুলে। এতদিন শাওন বা অন্য কেহ কোনো আপত্তি না করলেও গত কয়েকদিন ধরে শাওন এবং আমার ভগ্নিপতি মোঃ সরোয়ার হোসেন ঘর মেরামতে বাধা ও ভাড়াটিয়াসহ আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে। শুভ্র বলেন সরোয়ার গতকাল রাতে আমার ভাড়াটিয়াদের গালাগাল ও হুমকি প্রদান করে ওই ঘরে না ওঠার জন্য। তিনি আরো জানান প্রতারনার আশ্রয় নিয়ে ওরা আমার ক্রয়কৃত সম্পত্তি ১৫নং খতিয়ানে ওদের নামে রেকর্ড করায়। আমি ওই রেকর্ড সংশোধনের জন্য পিরোজপুর বিজ্ঞ আদালতে মামলা করেছি যা চলমান রয়েছে। অভিযোগের ব্যাপারে জানার জন্য শাওন এর মোবাইলে না পাওয়া গেলেও কথা হয় ভগ্নীপতি সরোয়ারের সাথে। সরোয়ার ভারাটিয়াদের হুমকি ও কাজে বাধা দেয়ার কথা অপকটে স্বীকার করেন। তিনি বলেন যেহেতু আমার স্ত্রীর নামে সম্পত্তির রেকর্ড হয়েছে সেহেতু ওখানে বাধা দেয়াটাও আমার অধিকার।

আরএস/এমআর

বাংলাদেশ সময়: ২০:০০:৪৮ ● ৫০৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ