নাজিরপুরে ভ্রাম্যমান আদালতে সাজা

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে ভ্রাম্যমান আদালতে সাজা
বুধবার ● ৭ এপ্রিল ২০২১


নাজিরপুরে ভ্রাম্যমান আদালতে সাজা

নাজিরপুর(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুরে স্বাস্থ্য বিধি ও লকডাউন মেনে না চলার অপরাধে ভ্রাম্যমান আদালত ১০ জনকে অর্থদন্ডসহ কারাদন্ড প্রদান করেছেন।
মঙ্গলবার (০৬এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমানের নেতৃত্বে উপজেলার গাওখালী বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় মাস্ক না পরার অপরাধ ও স্বাস্থ্য বিধি মেনে না চলার দায়ে প্রত্যেককে একশত টাকা করে ১১শত টাকা জরিমানা করা সহ ওই দিন মো. বরকত উল্লাহ (৪২) নামের এক ব্যবসায়ীকে একমাসের কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত বরকত উল্লাহ স্থাণীয় গাওখালী বাজারের আবু জাফর তালুকদারের ছেলে। ওই ব্যবসায়ী স্থাণীয় নদী অবৈধ ভাবে ভরাট করে স্থাপনা তৈরীর দায়ে তাকে এক মাসের কারা দন্ড প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান জানান, স্বাস্থ্য বিধি না মেনে চলাচলের অপরাধে ১১ জনকে আর্থিক দন্ড ও নদী ভরাট করে অবৈধভাবে স্থাপনা তৈরীর দায়ে বরকত উল্লাহকে এক মাসের কারা দন্ড প্রদান করা হয়েছে। এর আগে ওই ব্যবসায়ীকে সেখান থেকে স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেয়া হয়েছে কিন্তু ওই নির্দেশ অমান্য করে তার কাজ চালিয়ে যান।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৩:৪৫ ● ১০৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ