পিরোজপুরে করোনা প্রতিরোধে ট্রাফিক পুলিশের মাস্ক বিতরণ

প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুরে করোনা প্রতিরোধে ট্রাফিক পুলিশের মাস্ক বিতরণ
বুধবার ● ৭ এপ্রিল ২০২১


পিরোজপুরে করোনা প্রতিরোধে ট্রাফিক পুলিশের মাস্ক বিতরণ

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

কোভিড-১৯ মোকাবিলায় সচেতনতার লক্ষ্যে ও মাষ্ক ব্যবহার নিশ্চিত করতে পিরোজপুরে পথেঘাটে কাজ করছে জেলা পুলিশ।
বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে জেলা ট্রাফিক বিভাগের আয়োজনে পৌরশহরের সিও অফিসের বঙ্গবন্ধু চত্ত্বরে মাস্ক ও লিফলট বিতরণ করা হয়। এসময় সচেতনতার জন্য মাইকিং করা ও প্রতিটি যানবাহনে করোনা প্রতিরোধে সচেতনতামূলক ষ্টীকার লাগান জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্ল¬া আজাদ হোসেন পিপিএম, সদর থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল, ডিবির অফিসার ইনচার্জ মো: হারুন অর রশিদ,  ট্রাফিক পুলিশ ইনচার্জ নাজিমুদ্দিনসহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, দেশব্যাপী পুলিশের কর্মসূচীর অংশ হিসেবে সচেতনতার লক্ষ্যে লিফলেট ও মাস্ক বিতরণ, সচেনতার জন্য মাইকিং, স্টিকার লাগানোর সহ বিভিন্ন্ কার্যক্রম করে যাচ্ছে জেলা পুলিশ। এরই ধরাবাহিকতায় বুধবার (৭এপ্রিল) সিও অফিস বঙ্গবন্ধু চত্ত্বরে সচেনতার জন্য আমরা এসেছি প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করতে হবে। যারা স্বাস্থ্যবিধি মেনে মাক্স ব্যবহার করবে না তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। করোনা সচেতনতায় জেলা পুলিশ সারাক্ষণ মাঠে থেকে কাজ করে যাচ্ছে।

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৯:৪১ ● ৩৭০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ