দশমিনায় লকডাউনে কঠর অবস্থানে প্রশাসন

প্রথম পাতা » পটুয়াখালী » দশমিনায় লকডাউনে কঠর অবস্থানে প্রশাসন
মঙ্গলবার ● ৬ এপ্রিল ২০২১


দশমিনায় লকডাউনে কঠর অবস্থানে প্রশাসন

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি॥

করোনার লকডাউন দ্বিতীয় ধাপের প্রাদূর্ভাব এড়াতে কঠোর অবস্থানে পটুয়াখালীর দশমিনা উপজেল  নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন। করোনার লকডাউনের দ্বিতীয় দিন মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল থেকে শহরের গুরুত্বপূর্ন সড়ক, গুরুত্বপূর্নস্থানে গন সচেতনতার লক্ষে মাকিংসহ মাস্কহীন একজনকে ১শ’ টাকা জড়িমানা ও মাস্ক বিতরন করেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কায়ুউম, থানা ওসি জসিম উদ্দিন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাড. ইকবাল মাহামুদ লিটনসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন বলেন, সকলের সচেতনতাই পারবে লকডাউনের সফলতা আনতে। আপনারা অযথা বাহিরে ঘোরাঘুরি করবেন না, প্রোয়জন ছাড়া ঘর থেকে বেড় হবেন নাহ। মাস্ক ব্যবহার, সাবান দিয়ে ২০সেকেন্ড ধরে হাত ধোঁয়া। জনসচেতনতা মুলক কাজ করার আহবান জানান।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৫:২২ ● ৪৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ