কলাপাড়ায় মাস্কবিহীন যাত্রী পরিবহনের দায়ে জরিমানা

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় মাস্কবিহীন যাত্রী পরিবহনের দায়ে জরিমানা
রবিবার ● ৪ এপ্রিল ২০২১


কলাপাড়ায় মাস্কবিহীন যাত্রী পরিবহনের দায়ে জরিমানা

কলাপাড়ায় (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাসে অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে তিন চালককে ১১ হাজার ৫’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় মাক্স পরিধান না করায় ৯ পথচারীকে ৪’শ টাকা এবং ব্যবসা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি না মানায় এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৪ এপ্রিল) দুপুর দুইটায় কলাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সেপেক্টর মৃনাল কান্তি দেবনাথ ও কলাপাড়া থানার এসআই আক্তার হোসেন উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল বলেন, ব্যাপক প্রচারনা সত্ত্বেও স্বাস্থ্যবিধি না মানায় পথচারীদের জরিমানা করা হয়েছে। করোনার প্রার্দুভাব প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:০১:৪৩ ● ৩৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ