গলাচিপায় কোভিড-১৯ সংক্রমণ রোধে পুলিশের প্রচারণা

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় কোভিড-১৯ সংক্রমণ রোধে পুলিশের প্রচারণা
রবিবার ● ৪ এপ্রিল ২০২১


গলাচিপায় কোভিড-১৯ সংক্রমণ রোধে পুলিশের প্রচারণা

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥


প্রাণঘাতী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বেড়ে যাওয়ায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পুলিশের উদ্যোগে কোভিড ১৯ মোকাবিলায় সচেতনমূলক কর্মসূচি আয়োজন করেছে ও মাস্ক বিতরণ করা হয়েছে।
রবিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় গলাচিপার পৌরসভার বিভিন্ন পয়েন্টে এ কর্মসূচির আয়োজন করেন ও মাস্ক বিতরণ করেন ওসি এমআর শওকত আনোয়ার। ওসি এমআর শওকত আনোয়ার বলেন, আবারও করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারী নির্দেশনায় স্বাস্থ্যবিধি নিশ্চিত ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকল দপ্তরের সাথে সমন্বয় করে থানা পুলিশ কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, আসুন সবাই মাক্স পরি, কোভিড মুক্ত দেশ গড়ি।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৯:১২ ● ৯৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ