আমতলীতে নির্বাচনী সংঘর্ষে নারীসহ আহত-১০

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে নির্বাচনী সংঘর্ষে নারীসহ আহত-১০
শুক্রবার ● ২ এপ্রিল ২০২১


আমতলীতে নির্বাচনী সংঘর্ষে নারীসহ আহত-১০

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ আহত হয়েছে। গুরুতর আহত চারজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘটনা ঘটেছে শুক্রবার (২ এপ্রিল) সন্ধ্যায় যুগিয়া গ্রামে।
জানাগেছে, উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মোঃ ফোরকান চৌকিদার ও তার প্রতিদ্বন্ধি প্রার্থী মোঃ জালাল হাওলাদারের সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার রাতে যুগিয়া মসজিদে বসে চলমান নির্বাচন স্থগিত করা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় ইউপি সদস্য প্রার্থী ফোরকান চৌকিদারের সমর্থক বায়েজিদ, আমিনুল, নাশির চৌকিদার, জহিরুল ও হাইরাজ  অপর প্রতিদ্বন্ধি প্রার্থী জালাল হাওলাদারের উপর হামলা চালায়। প্রার্থী জালালকে রক্ষায় তার লোকজন এগিয়ে এলে উভয় পক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ইউপি সদস্য প্রার্থী জালাল হাওলাদার (৫০), সুমন হাওলাদার (২৫), রুমা বেগম (৪০), নাসিমা (২৫) সুমাইয়া (২৭), নাশির চৌকিদার (৫৫), আমিনুল চৌকিদারসহ (৩০)  ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত ইউপি সদস্য প্রার্থী জালাল হাওলাদার (৫০), সুমন হাওলাদার (২৫) নাশির চৌকিদার (৫৫) ও আমিনুলকে (৩০)  আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এমদাদুল হক চৌধুরী তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছেন। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহত ইউপি সদস্য প্রার্থী জালাল হাওলাদার বলেন, আমার প্রতিদ্বন্ধি প্রার্থী ইউপি সদস্য ফোরকান চৌকিদার লোকজন আমার উপরে অতর্কিত হামলা চালিয়েছে। আমাকে রক্ষায় আমার ছেলে, স্ত্রী, দুই বোন এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
অপর প্রতিদ্বন্ধি প্রার্থী ইউপি সদস্য মোঃ ফোরকান চৌকিদার বলেন, জালাল হাওলাদার বরগুনা থেকে ভাড়াটে লোকজন এনে আমার ভাই নাশির চৌকিদার ও ভাইয়ের ছেলে আমিনুলকে কুপিয়ে গুরুতর জখম করেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, গুরুতর আহত চারজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩৭:০৬ ● ৫৪৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ