আমতলীতে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন
শুক্রবার ● ২ এপ্রিল ২০২১


আমতলীতে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ এনে আমতলীর অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, অবপরপ্রাপ্ত কৃষি অফিসার মোঃ জব্বার মল্লিক, কলেজ অধ্যক্ষ মোঃ সুজাউদ্দিন মাহমুদ, প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন, সরকারী স্কুল শিক্ষক মোঃ রাসেল মৃধা ও ইউনিয়ন আওয়ামীলী সাধারণ সম্পাদক ইউপি সদস্য সফেজ উদ্দিন প্যাদাসহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
চাওড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আহুরুজ্জামান আলমাস খান বাদী হয়ে এ মামলা করেন। মুক্তিযোদ্ধা, কৃষি অফিসার, কলেজ অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বিরুদ্ধে সন্ত্রাসী কার্মকান্ডের অভিযোগ এনে মামলা দায়েরের ঘটনায় মানুষের মাঝে ক্ষোভ, হাস্যকর এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ মিথ্যা মামলা প্রত্যাহার দাবীতে বৃহস্পতিবার সন্ধ্যায় আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নবাসীর উদ্যোগে তালুকদার বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ওই মানববন্ধন ও প্রতিবাদ সভায় কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন।
জানাগেছে, উপজেলার চাওড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোমবার সন্ধ্যায় আওয়ামীলীগ প্রার্থী মোঃ আখতারুজ্জামান বাদল খানের মামাতো ভাই উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মাহবুব ইসলাম ও হত্যা মামলার আসামী মহিবউল্লাহ কিরণসহ ১০-১২ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পাতাকাটা বাঁধে উপরে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মহসিন হাওলাদারের কর্মী শানু হাওলাদারের উপর হামলা চালায় এবং দোকান ভাংচুর করে।  এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে মারধর ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই সময় আওয়ামীলীগ কর্মীরা স্বতন্ত্র প্রার্থীর দুইটি মোটর সাইকেল পুড়িয়ে এবং ৩ টি মোটর সাইকেল ভাংচুর করে। এতে উভয় পক্ষের ১২ কর্মী আহত হয়। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর ভাইয়ের ছেলে মোঃ মনিরুল ইসলাম বুধবার রাতে বাদী হয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মাহবুব ইসলামকে প্রধান ও হত্যা মামলার আসামী মোঃ মহিবউল্লাহ কিরণসহ ৩৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন। ওই রাতেই আওয়ামীলীগ প্রার্থীর ছোট ভাই মোঃ আহুরুজ্জামান আলমাস খান বাদী হয়ে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ এনে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে প্রধান, চাওড়া চন্দ্রা কারিগড়ি কলেজের অধ্যক্ষ মোঃ সুজাউদ্দিন মাহমুদ, চিলা হাসেম বিশ^াস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন ,সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাসেল মৃধা ও চাওড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইউপি সদস্য সফেজ উদ্দিন প্যাদাকে আসামী করে ৪৭ জনের নামে পাল্টা মামলা দায়ের করেন।
এ মামলার খবর বৃহস্পতিবার ছড়িয়ে পরলে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের  মানুষের মাঝে ক্ষোভ, হাস্যকর এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মোঃ মহসিন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ গোলাম মোস্তফা, শিক্ষক আলতাফ হোসেন,  ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইউপি সদস্য মোঃ সফেজ উদ্দিন প্যাদা, জাকির হোসেন, উপজেলা যুবলীগ সদস্য মোঃ নজরুল ইসলাম মাদবর ও মোঃ আলাউদ্দিন মুন্সি প্রমুখ। মানববন্ধনে বক্তারা দ্রুত এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৯:০১:২৮ ● ৪৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ