তজুমদ্দিনে মাস্ক না পরায় ৩৮ জনকে জরিমানা

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » তজুমদ্দিনে মাস্ক না পরায় ৩৮ জনকে জরিমানা
বুধবার ● ৩১ মার্চ ২০২১


তজুমদ্দিনে মাস্ক না পরায় ৩৮ জনকে জরিমানা

তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

করোনা ভাইরাস সংক্রোমন প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য মাস্ক বিতরণের পাশাপাশি মাস্ক না পরায় ৩৮ জনকে জরিমানা করেছেন  ভ্রাম্যমান আদালত। বুধবার (৩১ মার্চ) সকালে তজুমদ্দিন উপজেলা চত্বরে, উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা এ অভিযান পরিচালনা করেন। এসময় মাস্ক না পরায় ৩৮ জনকে ৮ হাজার ১শ টাকা জরিমান করে।
উপজেলা নির্বাহী অফিসার অফিসার পল্লব কুমার হাজরা বলেন, আমাদের করোনা ভাইরাসের মধ্যেই বসবাস করতে হবে। তাই আমাদের দেশের অর্থনীতিসহ দেশকে এগিয়ে নেওয়ার জন্য মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মানার কোন বিকল্প নেই। দেশের বৃহত্তর স্বার্থে প্রশাসন প্রয়োজনে প্রচলিত আইনের মধ্যেই কঠোর পদক্ষেপে যাবে।

তজুমদ্দিন উপজেলার বিভিন্ন স্থানে মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।

আরএস/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩১:২৪ ● ৩৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ