প্রথম পাতা » কুয়াকাটা »
বুধবার ● ৩১ মার্চ ২০২১


ফের বন্ধ ঘোষণা পর্যটন কেন্দ্র কুয়াকাটা

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥

করোনার প্রভাবে পর্যটন কেন্দ্র কুয়াকাটা আবারও বন্ধ ঘোষণা করা হয়েছে। পহেলা এপ্রিল থেকে পনের দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পটুয়াখালী জেলা প্রশাসন। এ খবর নিশ্চিত করেছে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ।
একই সাথে মহিপুর থানা জানিয়েছে, সারাদেশের মতো কুয়াকাটা পর্যটন কেন্দ্র আগামী ১৫ এপ্রিল পর্যন্ত পুনরায় বন্ধ রাখা হয়েছে। বুধবার (৩১ মার্চ) সন্ধ্যায় পটুয়াখালী জেলা প্রশাসন, জেলা পুলিশ ও কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে মাইকিংসহ পর্যটন ব্যবসায়ীদের নিয়ে সভা করে এবিষয়ে সতর্ক করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টায় জরুরী সভায় আবাসিক হোটেল-মোটেল, রিসোর্টসহ পর্যটকদের গমনাগমনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ নিষেধাজ্ঞা ১এপ্রিল ২০২১ থেকে কার্যকরের ঘোষণা দিয়ে বলা হয়েছে, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। এ প্রসংঙ্গে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন’র ইনচার্জ সিনিয়র এএসপি সোহরাব হোসেন বলেন, সারা দেশের মতো ১ এপ্রিল হতে আগামী ১৫ দিনের জন্য পর্যটন কেন্দ্র কুয়াকাটার সকল আবাসিক হোটেল-মোটেল ও রিসোর্টগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

এনইউবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৬:৪৯ ● ৫৭০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ