পটুয়াখালীতে গৃহবধু সুমাইয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে গৃহবধু সুমাইয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন
বুধবার ● ৩১ মার্চ ২০২১


পটুয়াখালীতে গৃহবধু সুমাইয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥


পটুয়াখালীতে যৌতুক না দেওয়ায় স্ত্রী সুমাইয়াকে হত্যার প্রতিবাদ এবং পাষন্ড স্বামী কাওছারকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বদরপুর ইউনিয়নবাসী।
বুধবার (৩১ মার্চ) বেলা এগারোটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন মৃত সুমাইয়ার মা শাহিনুর বেগম, স্কুল সহপাঠি ইভা ইয়াসমিন ও খলিসাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাসির উদ্দিন। মানববন্ধনে স্কুলের সহপাঠীসহ কয়েকশ মানুষ অংশগ্রহন করেন।
প্রায় ৬মাস আগে পারিবারিকভাবে কাওছারের সঙ্গে সুমাইয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই সুমাইয়ার  পরিবারের কাছে যৌতুক হিসেবে ইজিবাইক দাবি করে আসছিলো কাওছার। এ নিয়ে বেশ কয়েকবার সুমইয়াকে মারধরও করা হয়।
সুমাইয়ার পরিবারের দাবি, সর্বশেষ ২১ মার্চ রাতে কথাকাটাকাটির এক পর্যায় সুমাইয়াকে মেরে গলায় ফাঁস দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে পাষন্ড স্বামী কাওছার।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৫:২৯ ● ৪৯৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ