ফুলবাড়ীতে ধান মাড়াই মেশিন বিতরণ

প্রথম পাতা » রংপুর » ফুলবাড়ীতে ধান মাড়াই মেশিন বিতরণ
বুধবার ● ৩১ মার্চ ২০২১


ফুলবাড়ীতে ধান মাড়াই মেশিন বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় দিনাজপুরের ফুলবাড়ী কৃষক গ্রুপের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্র হিসাবে ধান মাড়াই মেশিন বিতরণ করেন উপজেলা কৃষি অধিদপ্তর।
বুধবার (৩১ মার্চ)  সকাল ১০টায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন, বর্তমান সরকার দেশে কৃষির উন্নয়নে কৃষকদেরকে যে ভাবে সহযোগীতা করছে অতীতের কোন সরকার কৃষকদেরকে এভাবে সহযোগীতা করেনি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মোছাঃ কানিজ আফরোজ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, ফুলবাড়ী পৌরসভার প্যানেল মেয়র মোঃ মামুনুর রশিদ চৌধুরী মামুন, মৎস্য অফিসার মোছা. মাজনুননাহার মায়াসহ সকল ইউপি চেয়ারম্যানগন, সরকারি কর্মকর্তা কর্মচারী, কৃষক, উপজেলা কৃষি অধিদপ্তরের সকল কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিক উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে উপজেলার ৪৭টি কৃষক গ্রুপের মাঝে ৪৭টি ধান মাড়াই মেশিন বিতরণ করেন।


এএইচসি/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৮:০৪ ● ৪১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ