তজুমদ্দিনে প্রাণী সম্পদ কর্মকর্তার নারী কেলেঙ্কারি ফাঁস

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » তজুমদ্দিনে প্রাণী সম্পদ কর্মকর্তার নারী কেলেঙ্কারি ফাঁস
মঙ্গলবার ● ৩০ মার্চ ২০২১


তজুমদ্দিনে প্রাণী সম্পদ কর্মকর্তার নারী কেলেঙ্কারি ফাঁস

তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

ভোলার তজুমদ্দিন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পলাশ চন্দ্র সরকারের সাথে এক নারী কর্মির পরকিয়ার ঘটনায় উপজেলা ব্যাপী তোলপাড় চলছে। জনরোষের ভয়ে পালিয়ে গেছেন ওই কর্মকর্তা। এঘটনায় সংশ্লিষ্ট জেলা কর্মকর্তার কাছে প্রতিকার চেয়েছেন ওই কর্মকর্তার স্ত্রী।
সুত্রমতে জানা গেছে, প্রাণী সম্পদ দপ্তরের কমিউনিটি এক্সটেনশন ফর লাইভস্টক(সিল) এর ইউনিয়ন মুসলমান নারী কর্মি সাথে পরকিয়ায় জড়িয়ে পড়েন পলাশ চন্দ্র সরকার।
তিনি ২৬ মার্চ-সন্ধ্যায় বেতুয়া টু ঢাকা সার্ভিসে ওই নারী কর্মিকে নিয়ে ঢাকায় যায়। এই নিয়ে পলাশ সরকারের স্ত্রী এবং ওই নারী কর্মির স্বামী বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে ঘটনা ফাঁস হয়। পরে ওই নারীর স্বজনরা পলাশ সরকারকে খোঁজাখুঁজি করলে তিনি পালিয়ে যান।
ওই নারীর স্বামী মোবাইলে জানান, আমি ঢাকায় থাকি, এই ঘটনা শুনে বাড়ী এসেছি। পলাশ সরকারের স্ত্রী মোবাইলে আমার সাথে খারাপ ব্যবহার করেছে।

এ বিষয়ে জানতে পলাশ সরকারের মোবাইল নাম্বারে বিকালে বার বার ফোন দিলেও বন্ধ পাওয়া যায়।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ মন্ডল জানান, তজুমদ্দিন উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের একটি নারী ঘটিত ব্যাপার আমাকে অবহিত করা হয়েছে। পলাশ সরকার মোবাইল ফোনে দুই দিনের ছুটি চেয়েছে।


আরএস/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২২:১০ ● ৫১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ