শেখ হাসিনা সেনানিবাসে আনন্দ র‌্যালি

প্রথম পাতা » পটুয়াখালী » শেখ হাসিনা সেনানিবাসে আনন্দ র‌্যালি
শনিবার ● ২৭ মার্চ ২০২১


শেখ হাসিনা সেনানিবাসে আনন্দ র‌্যালি

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ —এই শ্লোগান নিয়ে রেলী করেছে পটুয়াখালী শেখ হাসিনা সেনানিবাস।
শনিবার (২৭ মার্চ) সকাল দশটায় প্যারেড গ্রাউন্ড থেকে ব্যানার, প্লেকার্ড,ফেস্টুন সহকারে এ বনাঢ্য র‌্যালিটি শেখ হাসিনা সেনানিবাসের অভ্যন্তরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালির নেতৃত্ব প্রদান করেন এনডিসি, পিএসপি, জিওসি মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মাদ জিয়াউর রহমানসহ ৭পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার।
কোভিট-১৯ জনিত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে এ রেলীতে সেনানিবাস এর সকল অফিসার, জেসিও, বিভিন্ন পদবীর সৈনিকগন এবং বেসামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহন করে।
এসময় স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরঁ সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে  উন্নীত করায় ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করা হয়।


জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৫:২৯ ● ৪৫৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ