পটুয়াখালীতে উন্নয়নশীল বাংলাদেশ’ইস্যুতে বর্ণাঢ্য র‌্যালী

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে উন্নয়নশীল বাংলাদেশ’ইস্যুতে বর্ণাঢ্য র‌্যালী
শনিবার ● ২৭ মার্চ ২০২১


পটুয়াখালীতে উন্নয়নশীল বাংলাদেশ’ইস্যুতে বর্ণাঢ্য র‌্যালী

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ উত্তরনে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পাওয়ায় পটুয়াখালীতে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ মার্চ) সকাল দশটায় জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে একটি রেলী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ডিসি স্কয়ারে শেষ হয়। সেখানে পায়রা উড়িয়ে প্রযুক্তি মেলার উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের এমপি কাজী কানিজ সুলতানা হেলেন। পরে জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপর মোহাম্মদ শহীদুল্লাহ, জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার ও জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর।

এদিকে কলাপাড়ায় পটুয়াখালী-৪ আসনের সাংসদ মহিব্বুর রহমান মহিবের নেতৃত্বে একটি রেলী শহরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পটুয়াখালীর গলাচিপা, বাউফল, দশমিনা,দুমকী, মিরজাগঞ্জ, রাংগাবালীতেও রেলী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৩:৫২ ● ৩৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ