চরফ্যাশনে দু‘দিনব্যপী উন্নয়ন মেলাশুরু

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনে দু‘দিনব্যপী উন্নয়ন মেলাশুরু
শনিবার ● ২৭ মার্চ ২০২১


চরফ্যাশনে দু‘দিনব্যপী উন্নয়ন মেলাশুরু

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥


চরফ্যাশন উপজেলা প্রশাসনের উদ্যোগে দু‘দিনব্যাপী উন্নয়ন মেলা শনিবার (২৭ মার্চ) শুরু হয়েছে। এই মেলা চলবে আগামীকাল রবিবার পর্যন্ত। করোনার কারনে মেলা ৩দিনের পরিবর্তে একদিন কমানো হয়েছে।
শনিবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার অফিস আদালতসহ মোট ৫৪টি ষ্টল রয়েছে। হরেক রকম উন্নয়ন দিয়ে সাজানো হয়েছে উন্নয়ন মেলার ষ্টল গুলোকে। জ্যাকবটাওয়ার থেকে উত্তর পাশে শহীদ মিনারের অপজিটে রয়েছে উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসের ষ্টল। এটিকে সাজানো হয়েছে সুন্দর করে। সহকারী কশিনার ভূমি রিপন বিশ^াস বলেন, আমি অফিসকে দালল ও দুর্নীতি মুক্ত রাখতে চাই। কোন দালাল ও বাটপারের স্থান আমার ভূমি অফিসে থাকবেনা । ভূমি অফিসের ডিজিটাল কার্যক্রম নিয়ে আমি প্রজেক্টরের মাধ্যমে দর্শনার্থীকে দেখানো হবে। ফ্যাশন স্কয়ারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আলোক চিত্রের অপজিটে রয়েছে ভোলা ডিভিশন-২ পানি উন্নয়ন বোর্ডের ষ্টল। এই ষ্টলটি সুন্দর সাজানো হয়েছে। নদী ভাঙ্গন রক্ষা প্রকল্পে মধ্যমে চরফ্যাশন-মনপুরার নদীতে ফালানো ব্লক ও জিও ব্যাগের ছবিসহ হরেক রকমের উন্নয়নের চিত্র রয়েছে এই ষ্টলে।                                   ভোলা পনি উন্নয়ন ডিভিশন-২ এর উপ-বিভাগী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, উন্নয়নের কথা বললে ডিভিশন-২ এর আওতাধীন উপজেলা গুলোতে সবচেয়ে বেশী উন্নয়ন হয়েছে। অনেক অসহায় পরিবারের ভিটা বাড়ী নদীর গর্বে বিলীন হয়ে গেছে। ভোলা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব স্যারের একান্ত প্রচেষ্টায় অনেক গুলো প্রকল্প বরাদ্দ সরকারের অর্থনৈতিক কর্তৃপক্ষ একনেক-নিকারের মাধ্যমে পাশ করে চরফ্যাশন মনপুরায় হাজার হাজার পরিবারকে নদী ভাঙ্গন কবল থেকে রক্ষা করতে সক্ষম হয়েছে। উন্নয়ন মেলায় আমরা প্রজেক্টরের মাধ্যমে সাধারন মানুষকে আমার উন্নয়নের চিত্র উপভোগ করানোর চেষ্টা থাকবে। এ ছাড়াও চরফ্যাশন উপজেলা প্রশাসন, কৃষি অফিস, মাধ্যমেক শিক্ষা অফিস, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস, চরফ্যাশন সাব-রেজিষ্টার অফিস, সড়ক ও জনপদের ষ্টল গুলোও সুন্দর করে সাজানো হয়েছে।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৮:৪৭ ● ৩৭২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ