গলাচিপায় ২ দিনব্যাপী উন্নয়ন মেলা

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় ২ দিনব্যাপী উন্নয়ন মেলা
শনিবার ● ২৭ মার্চ ২০২১


গলাচিপায় ২ দিনব্যাপী উন্নয়ন মেলা

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥


পটুয়াখালীর গলাচিপায় ২দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭ মার্চ) সকাল ১০টায় বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল মাঠে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ। উন্নয়ন মেলায় ২৭টি স্টল রয়েছে।
উদ্বোধন শেষে ‘বাংলাদেশের এক অনন্য অর্জন-স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ’ উদযাপন উপলক্ষে সুসজ্জিত দুটি ঘোড়াসহ এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল মাঠে এসে শেষ হয়।র‌্যালি শেষে উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ প্রধান অতিথি উন্নয়ন মেলা পরিদর্শন করেন। পরে সেখানে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ।বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মু. মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী প্রকৌশলী মু. জাহাঙ্গীর আলম। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর রেজাউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ।আলোচনা শেষে উপজেলা পরিষদের দীঘিতে এক সাঁতার প্রতিযুগিতা অনুষ্ঠিত হয়।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৪:৩৭ ● ৩৬৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ