গলাচিপায় তক্ষক প্রতারণায় আটক-২

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় তক্ষক প্রতারণায় আটক-২
শুক্রবার ● ২৬ মার্চ ২০২১


গলাচিপায় তক্ষক প্রতারণায় আটক-২

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে দশমিনার খলিশাখালীর আরশাদ আলী মোল্লার বাজারস্থ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ‘‘তক্ষক’’ উদ্ধার করা হয়। এ সময় তক্ষক পাচারের অভিযোগে গলাচিপার পানখালী এলাকার লাল মিয়া গাজীর ছেলে মো. হাসান গাজী (২৫), পটুয়াখালীর খলিশাখালী গ্রামের মৃত মকবুল হাওলাদারের ছেলে মো. জসিম হাওলাদার (৪২)দ্বয়কে আটক করা হয়। গুজব আছে ক্যান্সারের ঔষধ তৈরীতে তক্ষক ব্যবহার হয়; তক্ষক ঘরে রাখলে সহসাই ধনী হওয়া যায়; মাথার ম্যাগনেট দাম কোটি টাকা; প্রতিবেশী দেশে এর ব্যাপক চাহিদা; এমন গুজবের ওপর ভর করে দেশজুড়ে সংঘবদ্ধ চক্র নির্বিচারে তক্ষক ধরছে।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৪:৩৯ ● ৪১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ