কাউখালীতে সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন
বৃহস্পতিবার ● ২৫ মার্চ ২০২১


কাউখালীতে সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কর্তৃক হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পিরোজপুরের কাউখালীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে তীব্র নিন্দা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) উপজেলা সড়কে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাউখালী শাখার নেতৃবৃন্দ। এসময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট পরিতোষ সমদ্দার. পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত রায়, সাংগঠনিক সম্পাদক লিটন কৃষ্ণ কর.হিন্দু মহাজোটের আহবায়ক বিপ্লব কুন্ডু, মহিলা পরিষদের সাধারন সম্পাদক শাহীদা হক, কিরন চন্দ্র রায় প্রমূখ
মানববন্ধনে বক্তারা নোয়াগাঁওসহ দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫২:২৭ ● ৮৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ