মুলাদীতে আ’লীগের প্রার্থী কামরুল চেয়ারম্যান নির্বাচিত

প্রথম পাতা » বরিশাল » মুলাদীতে আ’লীগের প্রার্থী কামরুল চেয়ারম্যান নির্বাচিত
বৃহস্পতিবার ● ২৫ মার্চ ২০২১


কামরুল

মুলাদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

মুলাদী উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. কামরুল আহসান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ মার্চ) উপজেলা নির্বাচন অফিসার ও মুলাদী সদর ইউনিয়ন রির্টার্নিং অফিসার শওকত আলী তাকে চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করেন। উপজেলার ৬ইউনিয়নের মধ্যে একমাত্র তিনিই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
জানাগেছে মুলাদী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগের মনোনীত প্রার্থী কামরুল আহসান এবং ইসলামি আন্দোলনের প্রার্থী বায়েজিদ হোসেন নাঈম মনোনয়নপত্র দাখিল করেন। প্রত্যাহারের শেষ দিন ২৪মার্চের আগেই বায়েজিদ হোসেন নাঈম তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে রির্টার্নিং অফিসার কামরুল আহসানকে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করেন। মুলাদী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও  ইউনিয়নের উন্নয়নের রূপকার বর্তমান চেয়ারম্যান কামরুল আহসান ২য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আ’লীগের তৃণমূল নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং ইউনিয়নে উন্নয়নেরধারা অব্যহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।
উল্লেখ্য ২০১৬ সালের ইউপি নির্বাচনে কামরুল আহসান নৌকা প্রতীক নিয়ে প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

এএইচটি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৬:৩৫ ● ৪১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ