আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥
বরগুনার আমতলী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ এপ্রিল। বৃহস্পতিবার (১৮ মার্চ) এ নির্বাচনের মনোনয়ন দাখিল শেষ হয়েছে। উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। এতে ছয়টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৫০, সংরক্ষিত নারী সদস্য ৮৫ ও সাধারণ সদস্য পদে ২২৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
জানাগেছে, আমতলী উপজেলার গুলিশাখালী, কুকুয়া, আঠারোগাছিয়া, হদলিয়া, চাওড়া ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ এপিল। বৃহস্পতিবার এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল শেষ হয়েছে । উৎসবমুখর পরিবেশে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যরা মনোনয়ন পত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে ৫০, সংরক্ষিত নারী সদস্য পদে ৮৫ এবং সাধারণ সদস্য পদে ২২৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে গুলিশাখালী ইউনিয়নে ১১, কুকুয়া ইউনিয়নে ৬, আঠারোগাছিয়া ইউনিয়নে ৫, হলদিয়া ইউনিয়নে ৮, চাওড়া ইউনিয়নে ১০ এবং আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে গুলিশাখালী ইউনিয়নে নৌকার প্রার্থী অ্যাডভোকেট এইচএম মনিরুল ইসলাম মনি, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম মিয়া, আসাদুর রহমান, অ্যাডভোকেট মোঃ জসিম উদ্দিন, গোলাম ফারুক, এনায়েত করিম, আব্দুল খালেক, কাইয়ুম আহম্মেদ, রেজাউল করিম কুদ্দুস, মোঃ তোফাজ্জেল হোসেন ও হাতপাখায় সফিউল আলম। কুকুয়া ইউনিয়নে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোঃ ফজলুল হক, সাবেক চেয়ারম্যান মোঃ কায়েসুর রহমান ফকু, ইকবাল হোসেন, মাহবুব-উল আলম ও হাতপাখায় মাওলানা একেএম আব্দুর রশিদ। আঠারোগাছিয়া ইউনিয়নে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ হাওলাদার, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রিপন, সাবেক চেয়ারম্যান আব্দুল বারেক তালুকদার, জহিরুল ইসলাম খোকন মৃধা ও হাতপাখার প্রার্থী আব্দুল লতিফ। হলদিয়া ইউনিয়নে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম মৃধা, স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান মিন্টু মল্লিক, মোঃ শাহাজাদা, মোঃ ইলিয়াস মৃধা, মুজাহিদুল ইসলাম, আবু তাহের, আব্দুস ছালাম মোল্লা ও হাতপাখার প্রার্থী আবু তাহের মোঃ হাবিবুল্লাহ সিরাজী। চাওড়া ইউনিয়নে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাদল খান, স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মোঃ মহসিন, মোঃ আলমগীর কবির, তরিকুল ইসলাম নিপু, ফারুক গাজী, মঈনুল ইসলাম, মহিউদ্দিন হাওলাদার, নজরুল ইসলাম গাজী, আলতাফ হাওলাদার ও হাতপাখার প্রার্থী আব্দুর রহমান। আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে নৌকার প্রার্থী মোসাঃ সোহেলী পারভীন মালা, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মোঃ মাহবুবুর রহমান জাফর বিশ^াস, হুমায়ূন কবির, রাকিবুল হাসান দেলোয়ার, ছদরুল ইসলাম মানিক, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজিবুন নেছা, মোঃ হারুন অর রশিদ, রাকিবুল হাসান ও হাতপাখার প্রার্থী হাসান গাজী।
আমতলী নির্বাচন অফিসার মোঃ তারিকুল ইসলাম বলেন, উপজেলার ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫০, সংরক্ষিত নারী সদস্য পদে ৮৫ ও সাধারণ সদস্য পদে ২২৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। এ নির্বাচন সুষ্ঠু হবে।
উল্লেখ এ নির্বাচনের যাচাই-বাছাই ১৯ মার্চ, মনোনয়নপত্র প্রত্যাহার ২৪ মার্চ ও নির্বাচন ১১ এপ্রিল।
এমএইচকে/এমআর