রাঙ্গাবালীতে বিষ প্রয়োগে ২শ’ হাঁসের মৃত্যু

প্রথম পাতা » সর্বশেষ » রাঙ্গাবালীতে বিষ প্রয়োগে ২শ’ হাঁসের মৃত্যু
শুক্রবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৯


---

রাঙ্গাবালী (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
দুর্বৃত্তদের বিষ প্রয়োগে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একটি খামারের ২ শ’ হাঁস মারা গেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে এ ঘটনা ঘটে। এদিকে, শুক্রবার দুপুরে বিষক্রিয়ায় মৃত কয়েকটি হাঁস ময়নাতদন্তের জন্য গলাচিপা পাঠানো হয়।
স্থানীয়রা জানান, উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চররুস্তুম গ্রামের জলিল গাজী তার নিজ বাড়িতে ৯ শতাধিক হাঁসের একটি ক্ষুদ্র খামার গড়ে তুলেন। প্রতিদিন তিনি পার্শ্ববর্তী চরবেষ্টিন গ্রামের বিলে ওইসব হাঁস চড়াতে নিয়ে যান। বৃহস্পতিবার বিকেলে ওই বিলে হাঁস চড়াতে গেলে দুর্বৃত্তদের বিষ মিশানো ধান খেয়ে একের পর এক হাঁস মারা যেতে থাকে। পরে হাঁসগুলো নিয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল ত্যাগ করলেও  ফিরলেও সন্ধ্যা পর্যন্ত প্রায় ২ শ’ হাঁস মারা যায়। এতে খামারি জলিল আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। নিরীহ প্রাণীর সঙ্গে এমন শত্রুতায় হতবাক এলাকাবাসী।
খামারি জলিল গাজীর অভিযোগ, ‘এক সপ্তাহ আগে চরবেষ্টিন গ্রামের হানিফ হাওলাদার আমাকে তার এলাকায় হাঁস নিতে নিষেধ করেছে। হানিফ ভোলা থেকে এক খামারিকে আনছে, ওই খামারি সেইখানে হাঁস পালবে বলে। এনিয়ে আমাদের মধ্যে বিরোধ আছে। শত্রুতার জের ধরে বৃহস্পতিবার সকালে চরবেষ্টিন আমার ছেলে হাঁস নিয়ে গেলে তাকে হানিফ মারধর করে। পরে  বিকেলে আবার সেখানে হাঁস নিলে বিষ মিশানো ধান খেয়ে হাঁসগুলো মারা যায়। এখনও  অনেক হাঁস অসুস্থ্য। আমার ওপর ক্ষিপ্ত হয়ে এই কাজ হানিফেই করেছে।’
অভিযোগ অস্বীকার করে  অভিযুক্ত হানিফ হাওলাদার বলেন, ‘আমার বাড়ির পাশে বৃহস্পতিবার সকালে জলিলের হাঁস নিয়ে এক ছেলে আসে। তখন আমি বলেছি-এতো বড় বিল থাকতে আমার বাড়ির পাশে এই হাঁস আনলে আমার রাজা হাঁসগুলায় খাইবে কি,  তোমরা অন্যপাশে নিয়া খাওয়ায়। এই কথাই বলছি শুধু। শুনছি সন্ধ্যার আগে অনেক দূরে গিয়ে তার হাঁস মরছে। আমি এবিষয়ে কিছুই জানি না।’
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্র বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। শুক্রবার দুপুর  পর্যন্ত এ ঘটনায় অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বাংলাদেশ সময়: ১২:৩৩:৫৭ ● ৫৬৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ