তজুমদ্দিনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

প্রথম পাতা » ভোলা » তজুমদ্দিনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
সোমবার ● ১৫ মার্চ ২০২১


তজুমদ্দিনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

ভোলার তজুমদ্দিনে “মজিব বর্ষে শপথ করি, প্লাষ্টিক দুষণ রোধকরি’’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। সোমবার (১৫মার্চ) বেলা ১১টায় এ উপলক্ষে তজুমদ্দিন উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল। এসয় বক্তব্য রাখেন পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মনোরঞ্জন দে, অধ্যক্ষ মাওঃ হাবিবুর রহমান হারুন, সভাপতি রফিক সাদী, সাংবাদিক চপল রায়, শিল্প কলা একাডেমী সম্পাদক সাদির হোসেন রাহিম প্রমূখ। বক্তারা বলেন, ‘জনসচেতনতা বৃদ্ধি করে ভোক্তা অধিকার আইন বাস্তবায়ন করলে ক্রেতা প্রতারিত হবে না। খাদ্যে ভেজালের কারনে মানুষ মারাত্মক রোগে আক্রান্ত হয়। তাই সুস্থ্য ভাবে বাঁচতে হলে খাদ্যে ভেজাল রোধ করতে হবে। দোকানে মুল্য তালিকা নিশ্চিত করতে হবে।


আরএস/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৫:১৬ ● ৭৮২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ