কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে মানববন্ধন

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে মানববন্ধন
রবিবার ● ১৪ মার্চ ২০২১


কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

আন্ধারমানিক নদীর দখল-দূষণ রোধসহ দুই তীরের ইটের ভাঁটি বন্ধের দাবিতে রবিবার (১৪ মার্চ) বেলা ১১টায় কলাপাড়া হেলিপোর্ট মাঠের নদী তীরের সড়কে মানববন্ধন করা হয়েছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কলাপাড়া আঞ্চলিক শাখার উদ্যোগে এ মানববন্ধন করা হয়। আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে এ মানববন্ধন করা হয়েছে। এ সময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সিটিজেন ও সমাজ উন্নয়ন সংগঠক প্রবীণ সাংবাদিক শামসুল আলম, নারী নেত্রী কাউন্সিলর মনোয়ারা বেগম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে রঞ্জন প্রমুখ। সভা পরিচালনা করেন মেজবাহউদ্দিন মাননু। ঘন্টাব্যাপী মানববন্ধনে গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠন নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২২:২৫:৪৬ ● ৫৭২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ